বাংলাদেশের সেরা অফিস ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস
যে সেবার মাধ্যমে অফিসের অল্প জায়গাকে অধিক মানুষের কাজের উপযোগী করে তোলা যায়, ফুটে ওঠে নান্দনিকতা এবং বৃদ্ধি পায় উৎপাদনশীলতা, সেটিকে বলা হয় অফিস ইন্টেরিয়র ডিজাইন। প্রতিদিন বেশিরভাগ সময় মানুষ অফিসে অবস্থান করে। অফিস পরিপাটি ও
সুন্দর হলে কাজ করে স্বস্তি পাওয়া যায়। অফিসের পরিবেশ স্বস্তিদায়ক করতেই প্রয়োজন ইন্টেরিয়র ডিজাইন সেবা। অপ্টিমাল ইন্টেরিয়র ডেকোরেশন অ্যান্ড স্টিল ফেব্রিকেশন বাংলাদেশের সেরা অফিস ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস প্রদান করে থাকে।
আমাদের প্রফেশনাল ও দক্ষ ডিজাইনাররা কনসেপ্ট ডেপলপমেন্ট থেকে শুরু করে প্রকল্পের প্রয়োজনীয় সব কাজ নির্ধারিত সময়ে করে থাকে। এমনকি কাজ সম্পন্ন হওয়ার পরও ডিজাইনের তদারকি করে।
আপনার কি মানসম্পন্ন অফিস ইন্টেরিয়র ডিজাইন সেবা প্রয়োজন? তাহলে আজই কল করুন আমাদের হটলাইন নাম্বারে +880 1838-988493
আমাদের অফিস ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসসমূহ
আমরা বাংলাদেশের সেরা অফিস ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসসমূহ প্রদান করে থাকি। নিচে আমাদের সেবাসমূহ তুলে ধরা হলো:
রিসেপশন ডেস্ককে চমৎকারভাবে কীভাবে সাজানো যায় সে কাজ করে আমাদের দক্ষ ডিজাইনাররা।
প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে গুরুত্বপূর্ণ সব মানুষের যাতায়াত থাকে। তাই তাঁর ডেস্ক আকর্ষণীয় হওয়া প্রয়োজন।
কনফারেন্স রুমে উপস্থিত সবাই যেন সমান আরাম ও সুবিধা পেতে পারেন, বিষয়টা নিশ্চিত করে অপ্টিমাল ইন্টেরিয়র।
স্বল্প পরিসরে কীভাবে অনেক কর্মীদের সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দেওয়া যায়, আমাদের প্রফেশনাল ডিজাইনাররা সে কাজটাই করে।
ওয়ার্কস্টেশনকে আমরা এমনভাবে সাজিয়ে দেই যে, কর্মীদের কাজের পরিবেশেও বিঘ্ন ঘটে না এবং সবাই সবার ডেস্ক খুব সহজেই দেখতে পারে।
অফিসের পরিসর ও অবস্থান বিবেচনা করে উপযুক্ত ফার্নিচার নির্বাচন করে আমাদের অভিজ্ঞ ডিজাইনাররা।
যেভাবে কাজ করে অপ্টিমাল ইন্টেরিয়র
আমরা আমাদের প্রত্যেকটা প্রকল্পের কাজ গোছালোভাবে করি। নিচে আমাদের কাজের প্রক্রিয়াগুলো তুলে ধরা হলো:
-
ক্লায়েন্টের পরামর্শ এবং প্রয়োজন মূল্যায়ন: আমাদের ডিজাইনাররা ক্লায়েন্টের পছন্দ ও জীবনধারা খেয়াল করেন এবং তাঁদের চাহিদাগুলো জেনে নেন। অফিস ডিজাইনে ক্লায়েন্টের ব্যক্তিগত চাহিদার যেন প্রতিফলন ঘটে, এটি নিশ্চিত করেন। এ
প্রকল্প বাস্তবায়ন করতে কী পরিমাণ খরচ হতে পারে সেটাও করি আমরা।
- স্পেস প্ল্যানিং এবং লেআউট ডিজাইন: অফিসে যতটুকু স্থান আছে সেটির যেন সর্বাধিক ব্যবহার করা যায়, এজন্য স্পেস প্ল্যানিং করি আমরা। অফিসে আসবাবপত্র স্থাপন ও সর্বোচ্চ আরাম নিশ্চিত করার লেআউট ডিজাইন করে আমাদের ডিজাইনারগণ।
-
সামগ্রিক পরিকল্পনা: কোন উপকরণগুলো ব্যবহার করলে অফিসের ইন্টেরিওর ডিজাইন আকর্ষণীয় করে তোলা যাবে, এ ব্যাপারে নিজেদের অভিজ্ঞতার আলোকে পরিকল্পনা শুরু করেন আমাদের ডিজাইনাররা। ক্লায়েন্টের প্রত্যাশা যেন শতভাগ পূরণ করা যায়, এজন্য
বদ্ধপরিকর আমরা।
-
উপাদান নির্বাচন: যেসব উপাদান ব্যবহার করলে অফিস ইন্টেরিওর ডিজাইনে ক্লায়েন্টের চাহিদা বাস্তবায়ন করা সম্ভব হবে সে উপাদানগুলো নির্বাচন করে থাকে আমাদের ডিজাইনারগণ। উপাদান নির্বাচন করার পর ক্লায়েন্টকে সে ব্যাপারে অবগতও করা হয়।
- বাস্তবায়ন এবং প্রকল্প ব্যবস্থাপনা: সবশেষে আমাদের ডিজাইনাররা অফিসে ইন্টেরিওর ডিজাইনের কাজ শুরু করেন এবং কীভাবে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করা যায় সে প্রচেষ্টা শুরু করেন।
- ডিজাইন বুঝিয়ে দেওয়া: পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করে যথাসময়ে ক্লায়েন্টকে বুঝিয়ে দেই আমরা। পরবর্তীতে ক্লায়েন্টের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সাপোর্টও দিয়ে থাকে অপ্টিমাল ইন্টেরিয়র।
কেন নেবেন আমাদের অফিস ইন্টেরিয়র সেবা?
আপনার অফিসের ইন্টেরিয়র ডিজাইন সেবা নেওয়ার জন্য আমাদেরকে বেছে নেওয়ার উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে। এখানে কিছু কারণ তুলে ধরা হলো:
-
কাস্টমাইজড ডিজাইন: আমরা কাস্টমাইজড ডিজাইন করার উপর গুরুত্ব দিয়ে থাকি। যা আপনার কোম্পানির ব্র্যান্ড পরিচয়কে প্রতিফলিত করে, নির্দিষ্ট ব্যবসার চাহিদা পূরণ করে এবং এটিও নিশ্চিত করে যে আপনার অফিস কর্মীদের জন্য
অনুপ্রেরণাদায়ক।
- অভিজ্ঞ এবং সৃজনশীল টিম: আমাদের সব ডিজাইনাররা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং সৃজনশীল ডিজাইনে পারদর্শী। ইতিপূর্বে যারা অফিস ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছেন এমন প্রফেশনাল ডিজাইনারদের দিয়ে আমরা প্রকল্পের কাজ সম্পন্ন করি।
- কমপ্লিট প্রকল্প ব্যবস্থাপনা: পরিকল্পনা থেকে সমাপ্তি পর্যন্ত, আমরা প্রকল্পের প্রতিটি কাজ করি। সর্বোচ্চ গুণগুতমান বজায় রেখে নির্বিঘ্ন প্রকল্পের কাজ সম্পাদন করি এবং সময়মত কাজ বুঝিয়ে দিয়ে থাকি।
- টেকসই এবং ভবিষ্যত উপযোগী ডিজাইন: আমরা টেকসই ডিজাইনকে অগ্রাধিকার দেই। বর্তমানে কোন ডিজাইনগুলো সময়োপযোগী এবং ভবিষ্যতে মানুষ কেমন ডিজাইন পছন্দ করতে পারে, এ বিষয়গুলো পরিকল্পনা করেই ডিজাইন করি।
-
ক্লায়েন্টের সন্তুষ্টিকে অগ্রাধিকার: আমাদের কাছে সবসময় ক্লায়েন্টের সন্তুষ্টি অগ্রাধিকার পায়। তাই ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে যেভাবে ডিজাইন করা প্রয়োজন সেভাবে করি। এজন্য ক্লায়েন্টের দৃষ্টিভঙ্গি বোঝার এবং চাহিদাগুলো কীভাবে
পূরণ করা যায়, বিষয়টিতে জোর দিয়ে থাকি।
- অভিজ্ঞতা ও দক্ষতা: ইন্টেরিয়র ডিজাইনে আমরা অভিজ্ঞ ও দক্ষ। কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অসংখ্য ইন্টেরিয়র ডিজাইন প্রকল্পের কাজ সুনামের সাথে সম্পন্ন করেছি আমরা।
আমাদের অন্যান্য ইন্টেরিয়র ডিজাইন সেবাসমূহ
অফিস ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি আমরা বাসা, হোটেল ও ক্যাফেটেরিয়া ইত্যাদির ডিজাইন করি। নিচে আমাদের সেবাগুলো উল্লেখ করা হলো:
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তরসমূহ
ফার্মের অভিজ্ঞতা, পোর্টফোলিও, ক্লায়েন্ট পর্যালোচনা এবং আপনার ব্যবসার চাহিদা এবং ব্র্যান্ড পরিচয় বোঝার ক্ষমতার মতো বিষয়গুলি আপনার বিবেচনা করা উচিৎ। আপনার বাজেট এবং প্রদত্ত সময়ের মধ্যে ডিজাইন বুঝিয়ে দেওয়ার সক্ষমতা,
উপাদান নির্বাচন এবং প্রকল্প পরিচালনায় ফার্মের দক্ষতা মূল্যায়ন করাও গুরুত্বপূর্ণ।
অফিসের পরিসর, ডিজাইনের ধরন, ব্যবহৃত উপকরণ এবং প্রয়োজনীয় কাস্টমাইজেশনের উপর নির্ভর করে খরচ কেমন হবে। তাই বিস্তারিত জানতে আমাদের অফিস পরিদর্শন করুন অথবা হটলাইন নাম্বারে কল করুন
+880 1838-988493
অফিসের পরিসর এবং ডিজাইনের ধরনের উপর নির্ভর করে যে, একটি প্রকল্প সম্পন্ন করতে কেমন সময় লাগবে। আমাদের অভিজ্ঞ ডিজাইনারদের সাথে কথা বলে এ ব্যাপারে ধারণা নিতে পারেন।
হ্যাঁ, অনেক অফিস প্রকল্প শেষ হওয়ার পরেও আমাদের থেকে তাদের প্রয়োজনীয় সাপোর্ট নিচ্ছে। প্রকল্প শেষ হওয়ার পরও আমরা প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিবর্তন করে থাকি এবং রক্ষাণাবেক্ষণের পরামর্শ দেই।